Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২৩

নৌ-বাণিজ্য দপ্তর, চট্টগ্রাম

নৌ-বাণিজ্য দপ্তর, চট্টগ্রাম সমুদ্রগামী এবং উপকূলীয় জাহাজের জন্য মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স ১৯৮৩ অনুযায়ী শিপিং কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য দায়ী নৌপরিবহন বিভাগের অধীনস্থ অফিস। প্রিন্সিপাল অফিসার এই বিভাগের প্রধান। মংলা বন্দরে জাহাজে সেবা প্রদানের জন্য খুলনায় এর একটি শাখা অফিস রয়েছে। 

মার্কেন্টাইল মেরিন অফিসের প্রধান কাজগুলি হল:

1. মার্চেন্ট শিপিং অধ্যাদেশ ১৯৮৩ বাস্তবায়ন।
2. সমুদ্রগামী এবং উপকূলীয় জাহাজের নিবন্ধন, জরিপ এবং পরিদর্শন।
3. নিরাপত্তা সরঞ্জাম সার্টিফিকেট ইস্যু।
4. জাহাজে সমুদ্র উপযোগী সার্টিফিকেট প্রদান।
5. চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের অনাপত্তি সনদ প্রদান।
6. বোর্ড জাহাজে নিরাপত্তা আইটেম এবং কর্মকর্তাদের বিতরণ, অব্যাহতি প্রদান।
7. সমুদ্রে জীবনের নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা নিশ্চিত করা।
8. শিপিং কার্যকারণ হিসাবে অনুসন্ধান এবং তদন্তে অংশ নিন।
9. প্রয়োজন অনুযায়ী পরীক্ষা পরিচালনা করা।
ওয়েবসাইট:
www.mmd.gov.bd