ভিশন: নিরাপদ, পরিবেশবান্ধব এবং কার্যকর নৌ-চলাচল ব্যবস্থা গড়ে তোলা |
মিশন: নৌ-সংক্রান্ত আইন-কানুন প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে জাহাজ পরিদর্শন, সার্ভে,রেজিষ্ট্রেশন, নাবিকদের প্রশিক্ষণ, পরীক্ষা গ্রহণ, সনদ প্রদান ও প্রয়োজনীয় নৌ ব্যবস্থাপনা পরিচালনাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দূর্ঘটনামুক্ত নৌ-চলাচল নিশ্চিতকরণ ও নৌ-বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ।