গত ২১ আগস্ট ২০২৩ তারিখ মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর, গাজীপুরস্থ ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি (IMA) এবং উত্তরাস্থ বাংলাদেশ মেরিটাইম ট্রেনিং ইন্সটিটিউট (BMTI) পরিদর্শন করেন। তিনি BMTI এ সদ্যস্থাপিত IGF কোর্সের সিমুলেটর উদ্বোধন করেন। প্রত্যাবর্তনের সময় তিনি ওয়েস্টার্ন মেরিন একাডেমি (WMA) পরিদর্শন এবং মত বিনিময় করেন।