কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, (ই), বিএসপি, এনইউপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন বিগত ২৪ মে ২০২৩ খ্রিঃ অত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি চট্টগ্রাম ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজে শিক্ষালাভ শেষে ০১ জানুয়ারি ১৯৯০ সনে অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সনের ০১ জুলাই নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে যন্ত্রকৌশলে প্রথম শ্রেণীতে মেধা তালিকায় স্থানসহ স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৯৮ সনে তিনি ইউএস মেরিন কোর ইঞ্জিনিয়ারিং স্কুল, নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র হতে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর্স এবং পরবর্তীতে ২০০৩ হতে ২০০৪ সন পর্যন্ত জার্মান নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং স্কুল হতে স্পেশালাইজেশান কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া মিরপুরস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ হতে প্রথমবার এবং পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী চীনের নেভাল কমান্ড কলেজ থেকে দ্বিতীয়বার স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। জাতিসংঘ মিশন সুদানে তিনি পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট বাংলাদেশের একজন লাইফ ফেলো। চাকুরী জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের বিভিন্ন জাহাজ, ঘাঁটি এবং ডকইয়ার্ড/শিপইয়ার্ডে বিভিন্ন পদে চাকুরী করেছেন। চীন হতে সংগৃহীত নৌবাহিনীর দু’টি ফ্রিগ্রেট এর রিফার্বিসমেন্ট কাজে চীনে তিনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর পরিচালক (প্রকৌশল) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নৌবাহিনীতে লব্ধ প্রশিক্ষণের পাশাপাশি কমডোর মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার ইন গভার্নেন্স স্টাডিজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্স হতে মাস্টার ইন স্যোসাল স্টাডিজ ডিগ্রী লাভ করেন।
বাংলাদেশ নৌবাহিনীতে মৌলিক কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, বিএন বিশিষ্ট সেবাপদক, নৌ উৎকর্ষ পদক ও বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ড পদক এবং কোস্ট গার্ডের উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সেবা পদক-এ ভূষিত হয়েছেন। এছাড়া তিনি নৌপ্রধানের প্রশংসা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে কমডোর মোহাম্মদ মাকসুদ বিবাহিত এবং এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তিনি প্রশিক্ষণ, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র, জার্মানী, সুইজারল্যান্ড, ইতালি, চীনসহ প্রাশ্চাত্য ও প্রাচ্যের প্রায় ৩০ টি দেশ ভ্রমণ করেছেন।