সরকারি সমুদ্র পরিবহন অফিস, চট্টগ্রাম নৌপরিবহন অধিদপ্তর, ঢাকার প্রশাসনিক নিয়ন্ত্রণে কাজ করছে। সরকারি সমুদ্র পরিবহন অফিস, চট্টগ্রামের প্রধান কার্যাবলী নিম্নরূপ:
১. নাবিকদের অবিচ্ছিন্ন ডিসচার্জ সার্টিফিকেট (সিডিসি) ইস্যু করা।
২. নাবিকদের সাইন অন এবং সাইন অফ করা।
৩. বিদেশী ও জাতীয় পতাকাবাহী জাহাজে বাংলাদেশী নাবিকদের কর্মসংস্থান সংক্রান্ত বিষয়াদি।
৪. বোর্ড জাহাজে নাবিকদের নিয়োগ সংক্রান্ত সমস্যা/বিরোধের সালিশ এবং নিষ্পত্তি।
৫. সীম্যানের তহবিল রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা।
ওয়েবসাইট : www.gso.gov.bd