জনাব মোঃ মোস্তফা কামাল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সিনিয়র সচিব পদে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ মোস্তফা কামাল ১৯৬৬ সালে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আব্দুল মান্নান হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটে কর্মরত ছিলেন এবং মাতা মরহুমা ফাতেমা বেগম একজন গৃহিণী ছিলেন। তিনি স্থানীয় সূচিপাড়া হাইস্কুল থেকে ১৯৮১ সালে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৩ সালে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ হতে বি.কম (সম্মান) ও ১৯৮৭ সালে এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি USTC ঢাকা ক্যাম্পাস থেকে এম,বি,এ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের একজন আবাসিক ছাত্র ছিলেন।
বি.সি.এস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা জনাব মোঃ মোস্তফা কামাল ১৯৯১ সালের ১১ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি রাঙ্গামাটি ও খুলনা জেলার জেলা প্রশাসক ছিলেন। রাঙ্গামাটিতে জেলা প্রশাসক থাকাকালীন তিনি শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৪ লাভ করেন। রাঙ্গামাটি জেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল ও রাঙ্গামাটি পাবলিক কলেজ, খুলনা জেলায় খুলনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। খুলনা জেলায় জেলা প্রশাসক থাকাকালীন তিনি শিশু বিবাহ বন্ধে খুলনা জেলা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করেন। বাল্য বিবাহ প্রতিরোধে নেতৃত্বমূলক ভূমিকা পালন করায় কানাডিয়ান হাইকমিশন তাঁকে ‘এওয়ার্ড অব এক্সিলেন্স’ প্রদান করে।
তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে রাজশাহী, বগুড়া, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নরসিংদী, মাদারীপুর, খুলনা ও ঢাকা জেলায় দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে তিনি সংসদ উপনেতার একান্ত সচিব ও পঞ্চদশ সংবিধান সংশোধন (বিশেষ) কমিটিতে চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে সহায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ সচিবালয় ছাড়াও ভূমি সংস্কার বোর্ডে চেয়ারম্যান (সচিব পদমর্যাদা), জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগে অতিরিক্ত সচিব, পেট্রোবাংলার পরিচালক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর এম.ডি. হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি সুশাসন, সরকারি আর্থিক ব্যবস্থাপনার বিন্যাস, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ বিভিন্ন বিষয়ে দেশে-বিদেশে জ্ঞান লাভ করেন। বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ, দ্বিপাক্ষিক আলোচনা ও আন্তর্জাতিক নিগোসিয়েশনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ভারত, জাপান, জার্মানী, অষ্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক। তাঁর সহধর্মিণী মিজ খোদেজা আক্তার খানম বি.সি.এস. ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বর্তমানে অতিরিক্ত সচিব পদে কর্মরত রয়েছেন।